উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করার জন্য Synaptic Package Manager ব্যবহার করা হয়। আপনি উবুন্টুর সফটওয়্যার সেন্টার ব্যাবহার করেও এই কাজ করতে পারেন কিন্তু আপনি যদি কোন মডেম ইন্সটল করেন যেমন : গ্রামীনফোন অথবা টেলিটক মডেম তখন সফটওয়্যার সেন্টারটি আর কাজ কর না। তখন আপনাকে গুই টুলের মাঝে একমাত্র ভরসা এই Synaptic Package Manger । সফটওয়্যারটি ইন্সটল করার জন্য নিচের কমান্ড গুলি Terminal এ রান করুন । sudo apt-get update sudo apt-get install synaptic ইনস্টল শেষ হলে আপনি সফটওয়্যার টি ওপেন করলে নিচের মত উইন্ডো আসবে। আপনার যে সফটওয়্যারটি ইনস্টল করার প্রয়োজন সেটি Quick filter এ সার্চ করুন । আমি ধরে নিলাম আপনি Qt Creator ইনস্টল করতে চাচ্ছেন। আপনি qtcreator এর উপর রাইট বাটন ক্লিক করে Mark for Installation সিলেক্ট করুন। এর পর Apply বাটনে ক্লিক করলে ইনস্টল প্রসেস শুরু হবে। একই ভাবে আপনি এর মাধমে যেকোন সফটওয়্যার Uninstall ও করতে পারেন । এটি করার জন্য যেটা Uninstall করতে চান সেটা quick filter এ খুজে বের করে তার উপর রাইট বাটন ক্লিক করে Mark for Comple...
If you only do what you can do you will never become more than you are now ___Master Shifu