Skip to main content

Posts

Showing posts from February, 2016

টার্মিনাল ব্যাবহার করে উবুন্টুতে Synaptic Package Manager ইন্সটল করার পদ্ধতি

উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করার জন্য Synaptic Package Manager ব্যবহার করা হয়।  আপনি উবুন্টুর সফটওয়্যার সেন্টার ব্যাবহার করেও এই কাজ করতে পারেন কিন্তু আপনি যদি কোন মডেম ইন্সটল করেন যেমন : গ্রামীনফোন অথবা টেলিটক মডেম তখন সফটওয়্যার সেন্টারটি আর কাজ কর না। তখন আপনাকে গুই টুলের মাঝে একমাত্র ভরসা এই Synaptic Package Manger । সফটওয়্যারটি ইন্সটল করার জন্য নিচের কমান্ড গুলি Terminal এ রান করুন । sudo apt-get update sudo apt-get install synaptic ইনস্টল শেষ হলে আপনি সফটওয়্যার টি ওপেন করলে নিচের মত উইন্ডো আসবে।  আপনার যে সফটওয়্যারটি ইনস্টল  করার প্রয়োজন সেটি Quick filter এ সার্চ করুন । আমি ধরে নিলাম আপনি  Qt Creator ইনস্টল করতে চাচ্ছেন।  আপনি qtcreator এর উপর রাইট বাটন ক্লিক করে Mark for Installation   সিলেক্ট করুন। এর  পর Apply বাটনে ক্লিক করলে ইনস্টল প্রসেস শুরু হবে।  একই ভাবে আপনি  এর মাধমে যেকোন সফটওয়্যার Uninstall ও করতে পারেন । এটি করার জন্য যেটা Uninstall করতে চান সেটা quick filter এ খুজে বের করে তার উপর রাইট বাটন ক্লিক করে Mark for Comple...

উবুন্টুতে Skype ইন্সটল করার পর Skype তে ক্লিক করলে Launch হচ্ছে না ?

এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে skype.desktop ফাইল এডিট করতে হবে । এটি করার জন্য আপনি প্রথমে টার্মিনাল ওপেন করেন এর পর নিচের কমান্ড রান করেন sudo gedit /usr/share/applications/skype.desktop   আপনি উপরের কমান্ডে gedit এর জায়গায় আপনার পছন্দের যে কোনো টেক্সট এডিটরের নাম লিখতে পারেন  । এই কমান্ডটি রান করলে gedit এ skype.desktop এর জন্য প্রয়োজনীয় কোড দেখতে পরবেন । এইখান থেকে আপনি নিচের এই লাইনটি খুজে বের করুন Exec=env PULSE_LATENCY_MSEC=60 skype %U এর পর আপনার কাজ হল উপরের এই লাইন কে নিচের এই লাইন দ্বারা রিপ্লেস করা । Exec=env PULSE_LATENCY_MSEC=30 LD_LIBRARY_PATH=/usr/lib/i386-linux-gnu/ skype %U রিপ্লেস করা হয়ে গেলে আপনি ফাইলটি সেভ কর বের হয়ে আসুন। এখন আপনি skype চালু করনে দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে ।   ~ Happy Ubuntu

উবুন্টুর ডিফল্ট GRUB মেনু এডিট করার উপায়

গ্রুব মেনু বিভিন্ন ভাবে এডিট করা যায় । এখানে আমার Grub Customizer সফটওয়্যার ব্যাবহার করবো সফটওয়্যারটি ইন্সটল করার জন্য Crtl + Alt + T চেপে টার্মিনাল ওপেন করেন।  টার্মিনাল ওপেন হলে নিচের কমান্ডগুলি টার্মিনালে রান করেন   sudo add-apt-repository ppa:danielrichter2007/grub-customizer   sudo apt-get update   sudo apt-get install grub-customizer ইনস্টলেশন শেষ হলে unity dash থেকে সফটওয়্যারটি ওপেন করেন। এখানে আপনি গ্রাব এডিট করার জন্য সব অপসন দেখতে পাবেন।   ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য প্রথমে আপনাকে background.png নামের ইমেজ বানাতে হবে। তারপর background image অপসন থেকে ওই ইমেজটি ব্রাউস করে নিয়ে আসুন। এর পর Save করে সফটওয়্যারটি Close করুন।  এখন আবার টার্মিনাল ওপেন করে নিচের কমান্ড চালান  sudo update-grub এর পর কম্পিউটার রিস্টার্ট দিলে আপনর এডিট ইফেক্ট দেখতে পারবেন। .png ছাড়া অন্য কোনো ফরমেটের ইমেজ দিলে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইফেক্ট কাজ করে না।  হ্যাপি উবুন্টু :D  for more info

Fix The BIOS in this system is not fully ACPI compliant in Windows 7

এই সমস্যা সমাধান করার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ধাপ ১ :  আপানর  কম্পিউটার এ উইন্ডোজ এর ডিস্ক থেকে বুট করুন । নীচের মত উইন্ডো আসলে Shift + F10 চাপুন । এর ফলে কমান্ড প্রম্প্ট ওপেন হবে। ধাপ ২ : এখন CMD তে নিচের কমান্ড গুলি ধারবাহিক ভাবে লিখুন C: bootrec /FixMbr bootrec /FixBoot bootrec /RebuildBcd exit  এখানে  C হলো যে ড্রাইভ এ উইন্ডোজ দেয়া আছে।  আপনার যদি অন্য কোনো ড্রাইভ ( D, E, F, ..... ) এ উইন্ডোজ দেয়া থাকে তবে আপনাকে C এর জায়গায় সেই ড্রাইভ এর নাম লিখতে হবে।  উপরের সব কমান্ড যদি সঠিক ভাবে বিল্ড হয় তবে আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।  দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে :D 

নতুন করে উইন্ডোজ দেওয়ার পর উবুন্টু কে খুজে পাওয়া যাচ্ছে না ?

এই সমস্যা সমাধান করার জন্য আপনার দরকার উবুন্টুর CD-Disk অথবা Bootable pendrive যেখানে উবুন্টু আছে। এর পর আপনাকে এর যে কোন একটির (CD or Pendrive) সাহায্যে  উবুন্টুর লাইভ মোড এ ঢুকতে হবে।  লাইভ মোড এ ঢোকার কম্পিউটার রিস্টার্ট দিয়ে Try Ubuntu সিলেক্ট করেন । Try mode সিস্টেমে  ঢোকার পর আপনাকে boot-repair সফটওয়্যার ইনস্টল করতে হবে। boot-repair ইনস্টল করতে নিচের কমান্ডগুলি টার্মিনালে (Ctrl + Alt +T) রান করেন । sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair sudo apt-get update sudo apt-get install -y boot-repair && boot-repair ইনস্টলেশন শেষ হলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে Recommended repair (repairs most frequent problems) এই অপসন সিলেক্ট করেন। repair শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করার জন্য নতুন একটা উইন্ডো আসবে। এরপর কম্পিউটার রিস্টার্ট দিলেই কেল্লা ফতে :D দেখবেন GURB Menu ফিরে এসেছে কি মজা :)

উবুন্টু তে ওয়াই-ফাই পাসওয়ার্ড রিকভার করা

ওযাই-ফাই পাসওয়ার্ড রিকভার করার জন্য আমাদের  wifresti   সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এটি ইনস্টল করার জন্য আমাদের উবুন্টুর টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলি একটার পর একটা পেস্ট করতে হবে। sudo su git clone https://github.com/LionSec/wifresti.git && cp wifresti/wifresti.py /usr/bin/wifresti && chmod +x /usr/bin/wifresti এর পর ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি চালু করার জন্য এই কমান্ড চালান। sudo wifresti  এই কমান্ড চালালে আপনাকে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে বলবে। লিস্ট থেকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করলে আপনার অপারেটিং সিস্টেমের সাথে যে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক কানেক্ট আছে তার একটা লিস্ট দেখতে পাবেন ।  এর পর আপনি a চাপলেই সব ওয়াই-ফাই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড সহ সব ইনফরমেশন পেয়ে যাবেন। কোনো নেটওয়ার্ক এর পাসওয়ার্ড কোনটি সেটি দেখার জন্য আপনি psk = password লাইনটি দেখবেন। এখানে password এর জায়গায় সেই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড থাকবে :D