এই সমস্যা সমাধান করার জন্য আপনার দরকার উবুন্টুর CD-Disk অথবা Bootable pendrive যেখানে উবুন্টু আছে। এর পর আপনাকে এর যে কোন একটির (CD or Pendrive) সাহায্যে উবুন্টুর লাইভ মোড এ ঢুকতে হবে। লাইভ মোড এ ঢোকার কম্পিউটার রিস্টার্ট দিয়ে Try Ubuntu সিলেক্ট করেন । Try mode সিস্টেমে ঢোকার পর আপনাকে boot-repair সফটওয়্যার ইনস্টল করতে হবে। boot-repair ইনস্টল করতে নিচের কমান্ডগুলি টার্মিনালে (Ctrl + Alt +T) রান করেন ।
- sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
- sudo apt-get update
- sudo apt-get install -y boot-repair && boot-repair
ইনস্টলেশন শেষ হলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে Recommended repair
(repairs most frequent problems) এই অপসন সিলেক্ট করেন।
(repairs most frequent problems) এই অপসন সিলেক্ট করেন।
repair শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করার জন্য নতুন একটা উইন্ডো আসবে। এরপর কম্পিউটার
রিস্টার্ট দিলেই কেল্লা ফতে :D দেখবেন GURB Menu ফিরে এসেছে কি মজা :)
রিস্টার্ট দিলেই কেল্লা ফতে :D দেখবেন GURB Menu ফিরে এসেছে কি মজা :)
Comments
Post a Comment