ওযাই-ফাই পাসওয়ার্ড রিকভার করার জন্য আমাদের wifresti সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এটি ইনস্টল করার জন্য আমাদের উবুন্টুর টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলি একটার পর একটা পেস্ট করতে হবে।
sudo su
git clone https://github.com/LionSec/wifresti.git && cp wifresti/wifresti.py /usr/bin/wifresti && chmod +x /usr/bin/wifresti
এই কমান্ড চালালে আপনাকে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে বলবে। লিস্ট থেকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করলে আপনার অপারেটিং সিস্টেমের সাথে যে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক কানেক্ট আছে তার একটা লিস্ট দেখতে পাবেন । এর পর আপনি a চাপলেই সব ওয়াই-ফাই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড সহ সব ইনফরমেশন পেয়ে যাবেন।
কোনো নেটওয়ার্ক এর পাসওয়ার্ড কোনটি সেটি দেখার জন্য আপনি psk = password লাইনটি দেখবেন। এখানে password এর জায়গায় সেই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড থাকবে :D
Comments
Post a Comment