Skip to main content

উবুন্টু তে ওয়াই-ফাই পাসওয়ার্ড রিকভার করা

ওযাই-ফাই পাসওয়ার্ড রিকভার করার জন্য আমাদের wifresti সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এটি ইনস্টল করার জন্য আমাদের উবুন্টুর টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলি একটার পর একটা পেস্ট করতে হবে।

এর পর ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি চালু করার জন্য এই কমান্ড চালান।

  • sudo wifresti 

এই কমান্ড চালালে আপনাকে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে বলবে। লিস্ট থেকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করলে আপনার অপারেটিং সিস্টেমের সাথে যে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক কানেক্ট আছে তার একটা লিস্ট দেখতে পাবেন ।  এর পর আপনি a চাপলেই সব ওয়াই-ফাই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড সহ সব ইনফরমেশন পেয়ে যাবেন।

কোনো নেটওয়ার্ক এর পাসওয়ার্ড কোনটি সেটি দেখার জন্য আপনি psk = password লাইনটি দেখবেন। এখানে password এর জায়গায় সেই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড থাকবে :D

Comments

Popular posts from this blog

উবুন্টুতে রুট পাসওয়ার্ড ভুলে তা রিকভার করার উপায় ।

যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।

Fix The BIOS in this system is not fully ACPI compliant in Windows 7

এই সমস্যা সমাধান করার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ধাপ ১ :  আপানর  কম্পিউটার এ উইন্ডোজ এর ডিস্ক থেকে বুট করুন । নীচের মত উইন্ডো আসলে Shift + F10 চাপুন । এর ফলে কমান্ড প্রম্প্ট ওপেন হবে। ধাপ ২ : এখন CMD তে নিচের কমান্ড গুলি ধারবাহিক ভাবে লিখুন C: bootrec /FixMbr bootrec /FixBoot bootrec /RebuildBcd exit  এখানে  C হলো যে ড্রাইভ এ উইন্ডোজ দেয়া আছে।  আপনার যদি অন্য কোনো ড্রাইভ ( D, E, F, ..... ) এ উইন্ডোজ দেয়া থাকে তবে আপনাকে C এর জায়গায় সেই ড্রাইভ এর নাম লিখতে হবে।  উপরের সব কমান্ড যদি সঠিক ভাবে বিল্ড হয় তবে আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।  দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে :D