গ্রুব মেনু বিভিন্ন ভাবে এডিট করা যায় । এখানে আমার Grub Customizer সফটওয়্যার ব্যাবহার করবো সফটওয়্যারটি ইন্সটল করার জন্য Crtl + Alt + T চেপে টার্মিনাল ওপেন করেন। টার্মিনাল ওপেন হলে নিচের কমান্ডগুলি টার্মিনালে রান করেন
- sudo add-apt-repository ppa:danielrichter2007/grub-customizer
- sudo apt-get update
- sudo apt-get install grub-customizer
ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য প্রথমে আপনাকে background.png নামের ইমেজ বানাতে হবে। তারপর background image অপসন থেকে ওই ইমেজটি ব্রাউস করে নিয়ে আসুন। এর পর Save করে সফটওয়্যারটি Close করুন। এখন আবার টার্মিনাল ওপেন করে নিচের কমান্ড চালান
- sudo update-grub
Comments
Post a Comment