Skip to main content

উবুন্টুতে Skype ইন্সটল করার পর Skype তে ক্লিক করলে Launch হচ্ছে না ?

এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে skype.desktop ফাইল এডিট করতে হবে । এটি করার জন্য আপনি প্রথমে টার্মিনাল ওপেন করেন এর পর নিচের কমান্ড রান করেন
  • sudo gedit /usr/share/applications/skype.desktop 
আপনি উপরের কমান্ডে gedit এর জায়গায় আপনার পছন্দের যে কোনো টেক্সট এডিটরের নাম লিখতে পারেন  । এই কমান্ডটি রান করলে gedit এ skype.desktop এর জন্য প্রয়োজনীয় কোড দেখতে পরবেন । এইখান থেকে আপনি নিচের এই লাইনটি খুজে বের করুন
Exec=env PULSE_LATENCY_MSEC=60 skype %U
এর পর আপনার কাজ হল উপরের এই লাইন কে নিচের এই লাইন দ্বারা রিপ্লেস করা ।
Exec=env PULSE_LATENCY_MSEC=30 LD_LIBRARY_PATH=/usr/lib/i386-linux-gnu/ skype %U
রিপ্লেস করা হয়ে গেলে আপনি ফাইলটি সেভ কর বের হয়ে আসুন। এখন আপনি skype চালু করনে দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে ।  

~Happy Ubuntu

Comments

Popular posts from this blog

উবুন্টুতে রুট পাসওয়ার্ড ভুলে তা রিকভার করার উপায় ।

যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।

Fix The BIOS in this system is not fully ACPI compliant in Windows 7

এই সমস্যা সমাধান করার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ধাপ ১ :  আপানর  কম্পিউটার এ উইন্ডোজ এর ডিস্ক থেকে বুট করুন । নীচের মত উইন্ডো আসলে Shift + F10 চাপুন । এর ফলে কমান্ড প্রম্প্ট ওপেন হবে। ধাপ ২ : এখন CMD তে নিচের কমান্ড গুলি ধারবাহিক ভাবে লিখুন C: bootrec /FixMbr bootrec /FixBoot bootrec /RebuildBcd exit  এখানে  C হলো যে ড্রাইভ এ উইন্ডোজ দেয়া আছে।  আপনার যদি অন্য কোনো ড্রাইভ ( D, E, F, ..... ) এ উইন্ডোজ দেয়া থাকে তবে আপনাকে C এর জায়গায় সেই ড্রাইভ এর নাম লিখতে হবে।  উপরের সব কমান্ড যদি সঠিক ভাবে বিল্ড হয় তবে আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।  দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে :D