Skip to main content

Posts

Showing posts from March, 2017

Eclipse এ PyDev অফলাইনে কিভাবে ইন্সটল করা যায় ?

আমরা যদি Eclipse এ পাইথন ডেভেলপ করতে চাই তবে আমাদের PyDev ইন্সটল প্লাগিন ইন্সটল করা থাকতে হবে । PyDev ইন্সটল করার সবথেকে সহজে উপায় হল Eclipse এর Install New Software অপশন ব্যবহার করে ইন্সটল করা । কিন্তু এইটা মাঝে মাঝে সমস্যা হয় । কাজ করে না । এই জন্য আমরা PyDev প্লাগিন ম্যানুয়ালি ইন্সটল করতে পারব । এবং এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হল : এই প্লাগিনের সর্বশেষ জিপ ভার্সন টি ডাউনলোড করুন  এখান থেকে জিপ ফাইল টি আনজিপ করুন । আনজিপ করলে আমরা features ও plugins নামে ২ ফাইল পাব  । এই ফাইল ২ টি কপি করে আমরা Eclipse সফটওয়্যারের dropins ফোল্ডারে পেস্ট করে দিব । এখন আমাদের Eclipse যদি চালু করা থাকে তবে Eclipse রিস্টার্ট দিব ।  আমাদের ইন্সটল ঠিক ভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা Window -> Preferences এ গিয়ে দেখব PyDev আছে কি না । যদি থাকে তবে এখন আপনি Eclipse এ পাইথনের জন্য কোড লিখতে পারবেন । ধন্যবাদ :)

ইলেকট্রন ফ্রেমওয়ার্কের সাথে SQLite3 ডাটাবেজ কিভাবে কানেক্ট করা যায় ?

ডেক্সটপ অ্যাপ্লিকেশন বানানর জন্য ইলেকট্রন খুব সুন্দর একটি ফ্রেমওয়ার্ক । এইটা তে JavaScript, HTML, CSS ব্যবহার করে ডেক্সটপ অ্যাপ্লিকেশন বানানো যায় । package.json, main.js, index.html এই ৩ টা ইলেকট্রনের মুল ফাইল । এবং এইগুলো নিয়েই আপনাকে কাজ করতে হবে । ইলেকট্রন সম্পর্কে জানতে https://electron.atom.io/ ভিজিট করতে পারেন । এখানে আমরা দেখব ইলেকট্রনের সাথে কিভাবে SQLite3 ডাটাবেজ কানেক্ট করা যায় । আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে SQLite3 কানেক্ট করার জন্য আমাদের sql.js ফাইল ডাউনলোড করা লাগবে । ডাউনলোড লিঙ্ক  https://raw.githubusercontent.com/kripken/sql.js/master/js/sql.js   মনে করি আমাদের data3.sqlite নামে ডাটাবেজ আছে । এবং আমরা আমাদের এই ডাটাবেজ কে কানেক্ট করতে চাই । এই জন্য  আমাদের কোড এ   require() ফাংশনের মধ্যে sql.js ফাইলের সম্পূর্ণ পাথ দিয়ে দিতে হবে এবং readFileSync() ফাংশনের মধ্যে আমাদের ডাটাবেজ ফাইলর সম্পূর্ণ পাথ দিয়ে দিতে হবে । কোড : আরও বিভিন্ন ভাবে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারি । তার জন্য  https://github.com/kripken/sql.js এই ওয়েবসাইট দে...

পাইথনে Yield কিভাবে কাজ করে ?

Yield কি সেটা বোঝার জন্য Generator বোঝা লাগবে । আবার Generator কি সেটা বোঝার জন্য Iterables বুঝতে হবে । কি প্রথমেই মাথা ঘুরে গেল ? আচ্ছা মাথা ঘুরলে ঘুরতে দেন :D  আমরা শুরু করে দেই  । Iterables কি ? আমরা যখন কোন লিস্ট ক্রিয়েট করি । আমরা লিস্টের আইটেম গুলি একটা একটা করে রিড করতে পারি । এটাকেই বলা হচ্ছে iteration code: এখানে my_list হল iterable . যখন আমরা list comprehension ব্যবহার করে কোন লিস্ট ক্রিয়েট করি সেটাও একটা iterable । code : Python এ যেসব জিনিস iterable যেমন: টাপল, লিস্ট, ফাইল, স্ট্রিং, .... ইত্যাদি কে আমরা for .... in ...: দিয়ে রিড করতে পারবো । ডাটা খুব সহজেই রিড করার জন্য এইটা খুব কাজে দেয় । কিন্তু এর একটা সমস্যা আছে । সেটা হল । এইটা সব সময় লিস্টের আইটেম গুলিকে মেমরি তে ষ্টোর করে রাখে । এখন আমাদের সবসময় মেমরি তে লিস্ট আইটেম গুলি সেভ করে নাও রাখা লাগতে পারে । তো এইটা আমরা কি ভাবে সমাধান করবো ? Generators কি ? Generators গুলো হল  একধরনের iterators । কিন্তু আমরা কেবল একবারই generator এ iterate করতে পারি । এর কারণ হল generator সব ভেলু কে মেমরি তে ষ্টোর...