Skip to main content

Eclipse এ PyDev অফলাইনে কিভাবে ইন্সটল করা যায় ?

আমরা যদি Eclipse এ পাইথন ডেভেলপ করতে চাই তবে আমাদের PyDev ইন্সটল প্লাগিন ইন্সটল করা থাকতে হবে । PyDev ইন্সটল করার সবথেকে সহজে উপায় হল Eclipse এর Install New Software অপশন ব্যবহার করে ইন্সটল করা । কিন্তু এইটা মাঝে মাঝে সমস্যা হয় । কাজ করে না ।

এই জন্য আমরা PyDev প্লাগিন ম্যানুয়ালি ইন্সটল করতে পারব । এবং এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হল :

  • এই প্লাগিনের সর্বশেষ জিপ ভার্সন টি ডাউনলোড করুন  এখান থেকে
  • জিপ ফাইল টি আনজিপ করুন । আনজিপ করলে আমরা features ও plugins নামে ২ ফাইল পাব  ।
  • এই ফাইল ২ টি কপি করে আমরা Eclipse সফটওয়্যারের dropins ফোল্ডারে পেস্ট করে দিব ।
  • এখন আমাদের Eclipse যদি চালু করা থাকে তবে Eclipse রিস্টার্ট দিব । 
আমাদের ইন্সটল ঠিক ভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা Window -> Preferences এ গিয়ে দেখব PyDev আছে কি না । যদি থাকে তবে এখন আপনি Eclipse এ পাইথনের জন্য কোড লিখতে পারবেন ।

ধন্যবাদ :)

Comments

  1. Merkur Safety Razor Merkur Solingen - ChanelCasino
    Merkur Safety Razor Merkur Solingen Merkur 34c auburn 메리트카지노 chrome plated head with chrome finish · Long handle, chrome-plated · Merkur Progress Adjustable DE jeetwin safety razor with 제왕카지노

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

পাইথনে মডিউল এবং প্যাকেজ কিভাবে কাজ করে ?

পাইথন মডিউল এবং প্যাকেজ আজকে আমরা পাইথনের মডিউল ও প্যাকেজ সম্পর্কে জানার চেষ্টা করব । এবং এগুলো কিভাবে কাজ করে সেটা দেখব । আরও জানবো পাইথন কিভাবে তার মডিউল কে খুঁজে বের করে । মডিউল কি ? যেকোনো সিঙ্গেল পাইথন ফাইল কে বলা হয় মডিউল । আমরা যেকোনো পাইথন ফাইল যেটা .py দিয়ে শেষ হয় সেটাকে আমরা যেকোনো পাইথন স্ক্রিপ্ট থেকে import করতে পারি । অনেক বড় প্রোগ্রাম কে ছোট ছোট অংশে ভাগ করার জন্য মডিউল আমাদের কে সাহায্য করে । মনে করি আমাদের arithmatic.py নামে একটা পাইথন ফাইল আছে । ফাইলটি আপনি এখন যে ডিরেক্টরিরে আছে সেই ডিরেক্টরিতেই থাকতে হবে । এবং এটার মধ্যে নিচের জিনিসগুলো আছে । এখন আমি যদি একই ডিরেক্টরিতে থাকি তবে এই arithmatic.py ফাইল কে নিচের মত করে import করতে পারব । এবং এর ফাংশন ও ভারিয়েবল কে ব্যবহার করতে পারব । প্যাকেজ কি ? উপরে আমরা দেখলাম যে আমরা যদি কোন মডিউল কে অন্য একটা মডিউল থেকে import করতে চাই তবে মডিউল গুলো কে একই ডিরেক্টরিতে রাখতে হয় । এটা একটা সমস্যা । এই সমস্যা দূর করার জন্যই মূলত পাকেজিং সিস্টেম । এর মাধ্যমে আমরা আমাদের লেখা বিভিন্ন পাইথন মডিউল কে ভিন্ন ভি...

Operator Overloading Vs priority_queue in C++

priority_queue ডিফল্ট ভাবে বড় ডাটা কে টপে নিয়ে আশে । আমরা যদি < অপারেটর ওভারলোড করি তবে আমাদের মাথায় রাখতে হবে যে STL priority_queue হল ম্যাক্স priority_queue যার অর্থ ম্যাক্স উপদান কে সবার প্রথমে নিয়ে আসবে । এটা কে min priority_queue এ নিয়ে আসতে হলে return a.age < b.age;  এই লাইন কে , return a.age > b.age; এই লাইন দিয়ে পরিবর্তন করতে হবে । কোড : Output : 10 9 8 7 6 5 4 3 2 1 এখন আমরা যদি আউটপুট কে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখাতে চাই তবে ১২ নং লাইন পরিবর্তন করে লিখতে হবে return a.age > b.age; ধন্যবাদ :)