Skip to main content

Eclipse এ PyDev অফলাইনে কিভাবে ইন্সটল করা যায় ?

আমরা যদি Eclipse এ পাইথন ডেভেলপ করতে চাই তবে আমাদের PyDev ইন্সটল প্লাগিন ইন্সটল করা থাকতে হবে । PyDev ইন্সটল করার সবথেকে সহজে উপায় হল Eclipse এর Install New Software অপশন ব্যবহার করে ইন্সটল করা । কিন্তু এইটা মাঝে মাঝে সমস্যা হয় । কাজ করে না ।

এই জন্য আমরা PyDev প্লাগিন ম্যানুয়ালি ইন্সটল করতে পারব । এবং এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হল :

  • এই প্লাগিনের সর্বশেষ জিপ ভার্সন টি ডাউনলোড করুন  এখান থেকে
  • জিপ ফাইল টি আনজিপ করুন । আনজিপ করলে আমরা features ও plugins নামে ২ ফাইল পাব  ।
  • এই ফাইল ২ টি কপি করে আমরা Eclipse সফটওয়্যারের dropins ফোল্ডারে পেস্ট করে দিব ।
  • এখন আমাদের Eclipse যদি চালু করা থাকে তবে Eclipse রিস্টার্ট দিব । 
আমাদের ইন্সটল ঠিক ভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা Window -> Preferences এ গিয়ে দেখব PyDev আছে কি না । যদি থাকে তবে এখন আপনি Eclipse এ পাইথনের জন্য কোড লিখতে পারবেন ।

ধন্যবাদ :)

Comments

  1. Merkur Safety Razor Merkur Solingen - ChanelCasino
    Merkur Safety Razor Merkur Solingen Merkur 34c auburn 메리트카지노 chrome plated head with chrome finish · Long handle, chrome-plated · Merkur Progress Adjustable DE jeetwin safety razor with 제왕카지노

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

পাইথনে জেনারেটর ও তার খুঁটিনাটি বিষয়

এখানে আমরা দেখব যে পাইথনে জেনারেটর বিষয়টা কি । আমরা কিভাবে জেনারেটর বানাতে পারি । জেনারেটর এক্সপ্রেশন কি ? আমাদের কেন ও কি অবস্থায় জেনারেটর ব্যবহার করা দরকার । তো শুরু করা যাক । জেনারেটর কি ? পাইথনে iterator তৈরি করার সবচেয়ে সহজ উপয় হল জেনারেটর । সাধারণ ভাবে বলতে গেলে জেনারেটর একটা ফাংশন যেটা একটা iterator অবজেক্ট রিটার্ন করে । যেটাকে পরে আমরা iterate করতে পারি । এবং যেটা কেবল মাত্র একবারই iterate করা যাবে । এখন প্রশ্ন হল এই জেনারেটর কিভাবে বানানো যায় ? জেনারেটর বানানো খুব সহজ । আমরা সাধারণ ফাংশন যেভাবে লিখি ঠিক সেভাবেই আমরা জেনারেটর বানাতে পারি । কিন্তু এখানে return স্টেটমেন্টের পরিবর্তে yield স্টেটমেন্ট থাকবে । যদি কোন একটা ফাংশনে অন্তত একটা yield স্টেটমেন্ট থাকে তবে সেটা কে আমরা জেনারেটর বলতে পারি । তবে একটা জেনারেটরে একাধিক yield স্টেটমেন্ট থাকতে পারে । yield এবং return দুইটাই ফাংশন থেকে কোন ভেলু রিটার্ন করে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হল return স্টেটমেন্ট একটা ফাংশন কে পুরাপুরি terminate করে ফেলে । কিন্তু yield ফাংশন কে terminate না করে ফাংশনকে pauses করে রাখ...

Stan Lee on Spiderman

If you have an idea that you genuienely think it good dotn't let some idiot talk you out of it. Now that doesn't mean that every wild notion you come up with is gonna be genius. But if there is something that you feel is good, something you want to do, something that means someting to you, try  to do it. Because I think you can only do your best work if you doing what you want to do. And if you are doing it the way you think it should be done. Just do your thing. Do as well as you... That's the important thing. Don't shirk! Whatever you do, give it your best short. You will be glad you did. @ Stan Lee