ডেক্সটপ অ্যাপ্লিকেশন বানানর জন্য ইলেকট্রন খুব সুন্দর একটি ফ্রেমওয়ার্ক । এইটা তে JavaScript, HTML, CSS ব্যবহার করে ডেক্সটপ অ্যাপ্লিকেশন বানানো যায় । package.json, main.js, index.html এই ৩ টা ইলেকট্রনের মুল ফাইল । এবং এইগুলো নিয়েই আপনাকে কাজ করতে হবে । ইলেকট্রন সম্পর্কে জানতে https://electron.atom.io/ ভিজিট করতে পারেন ।
এখানে আমরা দেখব ইলেকট্রনের সাথে কিভাবে SQLite3 ডাটাবেজ কানেক্ট করা যায় । আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে SQLite3 কানেক্ট করার জন্য আমাদের sql.js ফাইল ডাউনলোড করা লাগবে । ডাউনলোড লিঙ্ক
মনে করি আমাদের data3.sqlite নামে ডাটাবেজ আছে । এবং আমরা আমাদের এই ডাটাবেজ কে কানেক্ট করতে চাই । এই জন্য আমাদের কোড এ require() ফাংশনের মধ্যে sql.js ফাইলের সম্পূর্ণ পাথ দিয়ে দিতে হবে এবং readFileSync() ফাংশনের মধ্যে আমাদের ডাটাবেজ ফাইলর সম্পূর্ণ পাথ দিয়ে দিতে হবে ।
কোড :
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
<!DOCTYPE html> | |
<html> | |
<head> | |
<title>Hello World</title> | |
<script> | |
// Connected with local sqlite3 database | |
var fs = require('fs'); | |
// You must have to give full path of the sql.js file | |
var SQL = require('/home/menon/eApp/sql.js'); | |
// You mus have to give full path of the .sqlite file | |
var filebuffer = fs.readFileSync('/home/menon/eApp/data3.sqlite'); | |
// Load the db | |
var db = new SQL.Database(filebuffer); | |
var x = db.exec("select * from root_table where id = 1"); // Execute quary | |
console.log(x); // print x | |
console.log('Hello World'); // hello world | |
</script> | |
</head> | |
<body> | |
<!-- Your html code --> | |
</body> | |
</html> |
আরও বিভিন্ন ভাবে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারি । তার জন্য https://github.com/kripken/sql.js এই ওয়েবসাইট দেখা যেতে পারে ।
ধন্যবাদ :)
Comments
Post a Comment