Skip to main content

গিটহাব কে ওয়েব সাইট এ কোড এর Syntex Highlighte হিসাবে ব্যবহার করার উপায়

গিটহাব কে আপনার ওয়েব সাইট বা ব্লগের এর Syntex Highlighter হিসাবে ব্যবহার করতে হলে আপনাকে নিচের স্টেপ গুল ফল করতে হবে ।

স্টেপ ১ : 
  • গিটহাবে লগইন করেন । 
  • উপরে থাকা gist লিঙ্কে ক্লিক করেন । 
  • ফাইলের নাম লেখেন এক্সটেনশন সহ । যে এক্সটেনশন দিবেন সেটা অটো নিয়ে নিবে । 
  • এখন আপনার কোড পেস্ট করতে পারেন ।
  • এখন Create Public Gist এ ক্লিক করেন । 
  • আপনি যদি একাধিক কোড একসাথে আপলোড করতে চান তবে নিচে থাকা Add File এ ক্লিক করতে পারেন 
 স্টেপ ২ :
  • আপনার gist সঠিক ভাবে তৈরি হলে নতুন একটা পেইজ ওপেন হবে । 
  • সেখানে উপরে যদি embed লিঙ্ক এ ক্লিক করা না থাকে তবে সেখানে ক্লিক করেন । 
  • embed এর বক্স এর মধ্যে যে script এর লিঙ্ক থাকবে সেটা কপি করেন । 
  • এখন ওই লিঙ্ক টি আপনার ওয়েব সাইট এ পেস্ট করে দেন । 

এখন আপনি যদি আপনার পোস্ট টি পাবলিশ করেন তবে আপনার কোড গিটহাব থেকে আপলোড হয়ে আসবে ।

বুঝতে সমস্যা হলে এইটা দেখতে পারেন

 

  

ধন্যবাদ :)


Comments

Popular posts from this blog

উবুন্টুতে রুট পাসওয়ার্ড ভুলে তা রিকভার করার উপায় ।

যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।

পাইথনে জেনারেটর ও তার খুঁটিনাটি বিষয়

এখানে আমরা দেখব যে পাইথনে জেনারেটর বিষয়টা কি । আমরা কিভাবে জেনারেটর বানাতে পারি । জেনারেটর এক্সপ্রেশন কি ? আমাদের কেন ও কি অবস্থায় জেনারেটর ব্যবহার করা দরকার । তো শুরু করা যাক । জেনারেটর কি ? পাইথনে iterator তৈরি করার সবচেয়ে সহজ উপয় হল জেনারেটর । সাধারণ ভাবে বলতে গেলে জেনারেটর একটা ফাংশন যেটা একটা iterator অবজেক্ট রিটার্ন করে । যেটাকে পরে আমরা iterate করতে পারি । এবং যেটা কেবল মাত্র একবারই iterate করা যাবে । এখন প্রশ্ন হল এই জেনারেটর কিভাবে বানানো যায় ? জেনারেটর বানানো খুব সহজ । আমরা সাধারণ ফাংশন যেভাবে লিখি ঠিক সেভাবেই আমরা জেনারেটর বানাতে পারি । কিন্তু এখানে return স্টেটমেন্টের পরিবর্তে yield স্টেটমেন্ট থাকবে । যদি কোন একটা ফাংশনে অন্তত একটা yield স্টেটমেন্ট থাকে তবে সেটা কে আমরা জেনারেটর বলতে পারি । তবে একটা জেনারেটরে একাধিক yield স্টেটমেন্ট থাকতে পারে । yield এবং return দুইটাই ফাংশন থেকে কোন ভেলু রিটার্ন করে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হল return স্টেটমেন্ট একটা ফাংশন কে পুরাপুরি terminate করে ফেলে । কিন্তু yield ফাংশন কে terminate না করে ফাংশনকে pauses করে রাখ...