গিটহাব কে আপনার ওয়েব সাইট বা ব্লগের এর Syntex Highlighter হিসাবে ব্যবহার করতে হলে আপনাকে নিচের স্টেপ গুল ফল করতে হবে ।
স্টেপ ১ :
স্টেপ ১ :
- গিটহাবে লগইন করেন ।
- উপরে থাকা gist লিঙ্কে ক্লিক করেন ।
- ফাইলের নাম লেখেন এক্সটেনশন সহ । যে এক্সটেনশন দিবেন সেটা অটো নিয়ে নিবে ।
- এখন আপনার কোড পেস্ট করতে পারেন ।
- এখন Create Public Gist এ ক্লিক করেন ।
- আপনি যদি একাধিক কোড একসাথে আপলোড করতে চান তবে নিচে থাকা Add File এ ক্লিক করতে পারেন
- আপনার gist সঠিক ভাবে তৈরি হলে নতুন একটা পেইজ ওপেন হবে ।
- সেখানে উপরে যদি embed লিঙ্ক এ ক্লিক করা না থাকে তবে সেখানে ক্লিক করেন ।
- embed এর বক্স এর মধ্যে যে script এর লিঙ্ক থাকবে সেটা কপি করেন ।
- এখন ওই লিঙ্ক টি আপনার ওয়েব সাইট এ পেস্ট করে দেন ।
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
''' | |
Created on Sep 11, 2016 | |
@author: Mehadi Hasan Menon | |
''' | |
import turtle | |
minar = turtle.Turtle() # create a turtle object | |
minar.pensize(2); minar.color('#B193B1') # set turtle size & color | |
minar.left(90); minar.fd(300); minar.fd(-600) # draw two perpendicular line | |
minar.right(90); minar.fd(600); minar.fd(-1200) | |
y1 = -250; x2 = 600; x3 = -550 # set initial position | |
for i in range(24): # draw our national monument :) | |
minar.goto(0, y1) | |
minar.goto(x2, -300) | |
minar.goto(x3, -300) | |
y1 = y1 + 25 | |
x2 = x2 - 25 | |
x3 = x3 + 25 | |
turtle.done() |
এখন আপনি যদি আপনার পোস্ট টি পাবলিশ করেন তবে আপনার কোড গিটহাব থেকে আপলোড হয়ে আসবে ।
বুঝতে সমস্যা হলে এইটা দেখতে পারেন
Comments
Post a Comment