Skip to main content

উবুন্টু তে Oracle SQL Developer ইন্সটল + এর সাথে MySQL Database Connecte করার উপায়

Oracle SQL Developer Tool Install করার জন্য আপনর  সিস্টেমে অবশ্যই জাভা - ৮ ইন্সটল করা থাকবে হবে । যদি জাভা - ৮  ইন্সটল করা না থাকে তবে  এই লিঙ্ক থেকে ইন্সটল করতে পারবেন ।

Part-1 : [ Install Oracle SQL Developer Tool ]

উবুন্টুর জন্য Linux RPM ফাইল টি ডাউনলোড করে নিন । এখন ডাউনলোড ফাইল টি Downloads ফোল্ডারে কপি করে রাখুন । এখন -
  • Open Terminal (Ctrl + Alt + T)
  • cd Downloads
এখানে যদি আপনি ls command চালান তবে আপনি Downloads ফোল্ডারের আন্ডারে sqldeveloper_file_name.rpm নামে একটি .rpm ফাইল দেখতে পাবেন । এখন নিচের কমান্ড গুলা চালান 
  • sudo apt-get install -y alien
  • sudo alien --scripts sqldeveloper_file_name.rpm
২য় কমান্ডটি রান করলে .rpm ফাইল থেকে একটা .deb ফাইল জেনারেট হবে । এখন .deb ফাইলটি ইন্সটল করার জন্য এই কমান্ড রান করেন   
  • sudo dpkg -i sqldeveloper_file_name.deb

Part-2 : [ Connect to MySQL Database ]

প্রথমে Connector/J ডাউনলোড করে নিন । আপনি Platform Independent ভার্সন ডাউনলোড করবেন । এখন ফাইলটি আনজিপ করে 
  • /opt/sqldeveloper/sqldeveloper/extensions

এই লোকেশনে পেস্ট করে দিন । এর পর SQL Developer ওপেন করেন তার পর ~
  • Tools -> Preferance -> Database -> Third party JDBC Driver -> add entry->
এখন browse the location of
  • mysql-connector-java5.1.36-bin.jar
then press ok

এখন SQL Developer রিস্টার্ট দিলে কানেকশন উইন্ডোতে MySQL ট্যাব দেখতে পাবেন । এখান থেকে Connection Name, User Name, Password দিয়ে Connect বাটনে ক্লিক করলেই MySQL এর সাথে Connect হয়ে যাবে

Connection Window

Comments

Popular posts from this blog

উবুন্টুতে রুট পাসওয়ার্ড ভুলে তা রিকভার করার উপায় ।

যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।

Fix The BIOS in this system is not fully ACPI compliant in Windows 7

এই সমস্যা সমাধান করার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ধাপ ১ :  আপানর  কম্পিউটার এ উইন্ডোজ এর ডিস্ক থেকে বুট করুন । নীচের মত উইন্ডো আসলে Shift + F10 চাপুন । এর ফলে কমান্ড প্রম্প্ট ওপেন হবে। ধাপ ২ : এখন CMD তে নিচের কমান্ড গুলি ধারবাহিক ভাবে লিখুন C: bootrec /FixMbr bootrec /FixBoot bootrec /RebuildBcd exit  এখানে  C হলো যে ড্রাইভ এ উইন্ডোজ দেয়া আছে।  আপনার যদি অন্য কোনো ড্রাইভ ( D, E, F, ..... ) এ উইন্ডোজ দেয়া থাকে তবে আপনাকে C এর জায়গায় সেই ড্রাইভ এর নাম লিখতে হবে।  উপরের সব কমান্ড যদি সঠিক ভাবে বিল্ড হয় তবে আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।  দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে :D