Oracle SQL Developer Tool Install করার জন্য আপনর সিস্টেমে অবশ্যই জাভা - ৮ ইন্সটল করা থাকবে হবে । যদি জাভা - ৮ ইন্সটল করা না থাকে তবে এই লিঙ্ক থেকে ইন্সটল করতে পারবেন ।
Part-1 : [ Install Oracle SQL Developer Tool ]
উবুন্টুর জন্য Linux RPM ফাইল টি ডাউনলোড করে নিন । এখন ডাউনলোড ফাইল টি Downloads ফোল্ডারে কপি করে রাখুন । এখন -
Part-2 : [ Connect to MySQL Database ]
Part-1 : [ Install Oracle SQL Developer Tool ]
উবুন্টুর জন্য Linux RPM ফাইল টি ডাউনলোড করে নিন । এখন ডাউনলোড ফাইল টি Downloads ফোল্ডারে কপি করে রাখুন । এখন -
- Open Terminal (Ctrl + Alt + T)
- cd Downloads
এখানে যদি আপনি ls command চালান তবে আপনি Downloads ফোল্ডারের আন্ডারে sqldeveloper_file_name.rpm নামে একটি .rpm ফাইল দেখতে পাবেন । এখন নিচের কমান্ড গুলা চালান
- sudo apt-get install -y alien
- sudo alien --scripts sqldeveloper_file_name.rpm
২য় কমান্ডটি রান করলে .rpm ফাইল থেকে একটা .deb ফাইল জেনারেট হবে । এখন .deb ফাইলটি ইন্সটল করার জন্য এই কমান্ড রান করেন
- sudo dpkg -i sqldeveloper_file_name.deb
Part-2 : [ Connect to MySQL Database ]
প্রথমে Connector/J ডাউনলোড করে নিন । আপনি Platform Independent ভার্সন ডাউনলোড করবেন । এখন ফাইলটি আনজিপ করে
এই লোকেশনে পেস্ট করে দিন । এর পর SQL Developer ওপেন করেন তার পর ~
এখন SQL Developer রিস্টার্ট দিলে কানেকশন উইন্ডোতে MySQL ট্যাব দেখতে পাবেন । এখান থেকে Connection Name, User Name, Password দিয়ে Connect বাটনে ক্লিক করলেই MySQL এর সাথে Connect হয়ে যাবে
- /opt/sqldeveloper/sqldeveloper/extensions
এই লোকেশনে পেস্ট করে দিন । এর পর SQL Developer ওপেন করেন তার পর ~
- Tools -> Preferance -> Database -> Third party JDBC Driver -> add entry->
- mysql-connector-java5.1.36-bin.jar
এখন SQL Developer রিস্টার্ট দিলে কানেকশন উইন্ডোতে MySQL ট্যাব দেখতে পাবেন । এখান থেকে Connection Name, User Name, Password দিয়ে Connect বাটনে ক্লিক করলেই MySQL এর সাথে Connect হয়ে যাবে
![]() |
Connection Window |
Comments
Post a Comment