- Floyd Warshall's এলগরিদম ব্যবহার করে খুব সহজেই এই সমস্যা সমাধান করা যায় ।
- আমাদের ইনপুট গ্রাফে যদি u থেকে v তে যাওয়ার জন্য একবার টাইম দেয়া থাকল ২০ সেকেন্ড পরে আবার u থেকে v তে যাওয়ার টাইম দেয়া থাকল ৩০ সেকেন্ড । সেই ক্ষেত্রে আমাদের কে মিনিমাম টাইম অর্থাৎ ২০ সেকেন্ড কে নিতে হবে ।
যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।
Comments
Post a Comment