Skip to main content

[ UVa ] 10842 - Traffic Flow

  • আমরা MST তে যে কাজটা করি এই সমস্যাতে তার উল্টা কাজটা করতে হবে । অর্থাৎ আমাদের কে Maximum Spanning Tree বানাতে হবে । 
  • যে যে এজ নিয়ে আমাদের Maximum Spanning Tree গঠিত হবে । সেই এজ গুলির মধ্যে যে এজের ওয়েট সবচেয়ে কম সেই ওয়েট কে প্রিন্ট করতে হবে । 
  • এই সমস্যা তে আমাদের কে কিছু কর্নার কেইস বিবেচনা করতে হবে । যেমন : আমাদের ইনপুটে যদি  m = 0 হয় তবে max_cost কত হবে ? max_cost হবে int এর ম্যাক্সিমাম ভেলু অর্থাৎ INT_MAX = 2147483647 
  • যদি একই এজ একের অধিক বার ইনপুটে দেয়া থাকে তবে তাদের মধ্যে যেটার ওয়েট ম্যাক্সিমাম সেই এজেটি নিয়ে বাকি গুলো বাদ দিতে হবে ।  [ প্রথম ইনপুট লক্ষণীয় ]
  • যদি একই নোড থেকে একই নোডে আসার কোন পাথ থাকে অর্থাৎ যদি u == v হয়ে তবে আমাদের কে সেই এজটি গ্রাফ থেকে প্রথমেই বাদ দিতে হবে :)  
কোড :

Comments

Popular posts from this blog

[ UVa ] 10462 - Is There A Second Way Left ?

এই সমস্যা টি 2nd best MST বের করা সম্পর্কিত সমস্যা ।  এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে MST বের করতে হবে । MST বের করার পর আমরা চেক করবো সবগুলি নোড একই সেটে আছে কি না ? যদি না থাকে তবে No way প্রিন্ট করতে হবে ।  আর যদি সবগুলি একই সেটে থাকে তবে দেখব মোট নোড সংখ্যা ইনপুট দেয়া এজের থেকে ১ বেশি কি না? যদি কেবল মাত্র ১ বেশি হয় তবে 2nd best MST খুজে দেখার দরকার নাই । কারণ 2nd best MST পাওয়া যাবে না। এবং আমদের কে No second way প্রিন্ট করেতে হবে । যদি নোড থেকে এজের পার্থক্য ১ না হয় তবে আমাদের কে 2nd best MST খুজে বের করতে হবে । এবং আমাদের কে সেটাই প্রিন্ট করেতে হবে ।  এখন দেখা গেলও যে MST এবং 2nd best MST এর খরচ একই সেই ক্ষেত্রে আমদের কে প্রথমে পাওয়া MST খরচকেই প্রিন্ট করতে হবে । এই ক্ষেত্রে No second way প্রিন্ট করলে WA খেতে হবে ।  কোড :

পাইথনে জেনারেটর ও তার খুঁটিনাটি বিষয়

এখানে আমরা দেখব যে পাইথনে জেনারেটর বিষয়টা কি । আমরা কিভাবে জেনারেটর বানাতে পারি । জেনারেটর এক্সপ্রেশন কি ? আমাদের কেন ও কি অবস্থায় জেনারেটর ব্যবহার করা দরকার । তো শুরু করা যাক । জেনারেটর কি ? পাইথনে iterator তৈরি করার সবচেয়ে সহজ উপয় হল জেনারেটর । সাধারণ ভাবে বলতে গেলে জেনারেটর একটা ফাংশন যেটা একটা iterator অবজেক্ট রিটার্ন করে । যেটাকে পরে আমরা iterate করতে পারি । এবং যেটা কেবল মাত্র একবারই iterate করা যাবে । এখন প্রশ্ন হল এই জেনারেটর কিভাবে বানানো যায় ? জেনারেটর বানানো খুব সহজ । আমরা সাধারণ ফাংশন যেভাবে লিখি ঠিক সেভাবেই আমরা জেনারেটর বানাতে পারি । কিন্তু এখানে return স্টেটমেন্টের পরিবর্তে yield স্টেটমেন্ট থাকবে । যদি কোন একটা ফাংশনে অন্তত একটা yield স্টেটমেন্ট থাকে তবে সেটা কে আমরা জেনারেটর বলতে পারি । তবে একটা জেনারেটরে একাধিক yield স্টেটমেন্ট থাকতে পারে । yield এবং return দুইটাই ফাংশন থেকে কোন ভেলু রিটার্ন করে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হল return স্টেটমেন্ট একটা ফাংশন কে পুরাপুরি terminate করে ফেলে । কিন্তু yield ফাংশন কে terminate না করে ফাংশনকে pauses করে রাখ...