অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ দেয়ার সময় আমরা আমাদের হার্ডডিস্ক কে গুই ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুসারে ভাগ করতে পারি না । সেই ক্ষেত্রে আমারা যদি ডিস্কপার্ট সফটওয়্যার টি ব্যাবহার করি তবে সহজেই সেটা করতে পারব ।
উইন্ডোজ দেয়ার সময় যখন Install Windows অপশন আসে তখন আমারা যদি Shift + F10 চাপি তবে উইন্ডোজ এর কমান্ড লাইন চলে আসবে । সেখানে যদি আমরা diskpart লিখলেই diskpart ওপেন হবে । এখানে আমরা ডিস্কপার্ট এর বিভিন্ন কমান্ড ব্যাবহার করতে পারব ।
এখন দেখব ডিস্কপার্ট এর বিভিন্ন কমান্ড কিভাবে ব্যাবহার করা যায় ।
- আমার কয়টা হার্ড ডিস্ক আছে আছে সেটা দেখার জন্য list disk
- লিস্ট থেকে কোন একটা হার্ডডিস্ক কে সিলেক্ট করার জন্য select Disk 0; ডিস্ক ০ কে সিলেক্ট করবে
- সিলেক্ট করা হার্ড ডিস্ক এর আন্ডারে কয়টা পার্টিশন আছে সেটা দেখার জন্য list partition
- primary partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition primary size = sss
- এটার ড্রাইভ লেটার দেয়ার জন্য লিখতে হবে assign letter = 'D'
- এটা কে ntfs এ ফরমেট করার জন্য লিখতে হবে format quick fs = ntfs
- extended partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition extended size = sss
- logical partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition logical size = sss
এই কমান্ড টি দিলে আপনার সিলেক্ট করা হার্ডডিস্ক পুরা ফরমেট হয়ে যাবে । তাই এই কমান্ড টি চালানর আগে অবশ্যই হার্ড ডিস্ক এর ব্যাকআপ করে রাখবেন :)
পুনশ্চ ১ : আপনি উইন্ডোজ চালু অবস্থাতে এই কমান্ড লাইন সফটওয়্যার টি ব্যাবহার করে আপনর হার্ডডিস্ক এর উপর বিভিন্ন অপারেশন করতে পারেন । তবে দুর্ঘটনা এড়ানোর জন্য হার্ডডিস্ক এর ব্যাকআপ করে রাখা ভাল ।
পুনশ্চ ২ : ভুল কোন কমান্ড দিয়ে হার্ডডিস্ক ফরমেট দিলে আমি কিন্তু দায়ী থাকব না :D
হ্যাপি ডিস্কপার্টইং :)
Comments
Post a Comment