Skip to main content

উইন্ডোজ এর Diskpart এর কিছু কমান্ড নিয়ে কাজ করা

অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ দেয়ার সময় আমরা আমাদের হার্ডডিস্ক কে গুই ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুসারে ভাগ করতে পারি না । সেই ক্ষেত্রে আমারা যদি ডিস্কপার্ট সফটওয়্যার টি ব্যাবহার করি তবে সহজেই সেটা করতে পারব । 

উইন্ডোজ দেয়ার সময় যখন Install Windows অপশন আসে তখন আমারা যদি Shift + F10 চাপি তবে উইন্ডোজ এর কমান্ড লাইন চলে আসবে । সেখানে যদি আমরা diskpart লিখলেই diskpart ওপেন হবে । এখানে আমরা ডিস্কপার্ট এর বিভিন্ন কমান্ড ব্যাবহার করতে পারব ।   

 এখন দেখব ডিস্কপার্ট এর বিভিন্ন কমান্ড কিভাবে ব্যাবহার করা যায় । 

  • আমার কয়টা হার্ড ডিস্ক আছে আছে সেটা দেখার জন্য list disk
  • লিস্ট থেকে কোন একটা হার্ডডিস্ক কে সিলেক্ট করার জন্য  select Disk 0; ডিস্ক ০ কে সিলেক্ট করবে
  • সিলেক্ট করা হার্ড ডিস্ক এর আন্ডারে কয়টা পার্টিশন আছে সেটা দেখার জন্য list partition
  • primary partition ক্রিয়েট করার জন্য কমান্ড  create partition primary size = sss
     
  •  এটার ড্রাইভ লেটার দেয়ার জন্য লিখতে হবে assign letter = 'D'
  • এটা কে ntfs এ ফরমেট করার জন্য লিখতে হবে format quick fs = ntfs
  • extended partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition extended size = sss
  • logical partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition logical size = sss
এখানে আপনাকে একটা বিষয় লক্ষ রাখতে হবে যে সাইজ আপনাকে অবশ্যই MB এ দিতে হবে । আপনি ইচ্ছা করলে আপনার পুরা হার্ডডিস্ক কে ফরমেট করতে পারবেন তার জন্য আপনাকে কমান্ড লিখতে হবে clean

এই কমান্ড টি দিলে আপনার সিলেক্ট করা হার্ডডিস্ক পুরা ফরমেট হয়ে যাবে । তাই এই কমান্ড টি চালানর আগে অবশ্যই হার্ড ডিস্ক এর ব্যাকআপ করে রাখবেন :)

পুনশ্চ ১ : আপনি উইন্ডোজ চালু অবস্থাতে এই কমান্ড লাইন সফটওয়্যার টি ব্যাবহার করে আপনর হার্ডডিস্ক এর উপর বিভিন্ন অপারেশন করতে পারেন । তবে দুর্ঘটনা এড়ানোর জন্য হার্ডডিস্ক এর ব্যাকআপ করে রাখা ভাল ।

পুনশ্চ ২ : ভুল কোন কমান্ড দিয়ে হার্ডডিস্ক ফরমেট দিলে আমি কিন্তু দায়ী থাকব না :D

হ্যাপি ডিস্কপার্টইং :) 

Comments

Popular posts from this blog

উবুন্টুতে রুট পাসওয়ার্ড ভুলে তা রিকভার করার উপায় ।

যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।

পাইথনে জেনারেটর ও তার খুঁটিনাটি বিষয়

এখানে আমরা দেখব যে পাইথনে জেনারেটর বিষয়টা কি । আমরা কিভাবে জেনারেটর বানাতে পারি । জেনারেটর এক্সপ্রেশন কি ? আমাদের কেন ও কি অবস্থায় জেনারেটর ব্যবহার করা দরকার । তো শুরু করা যাক । জেনারেটর কি ? পাইথনে iterator তৈরি করার সবচেয়ে সহজ উপয় হল জেনারেটর । সাধারণ ভাবে বলতে গেলে জেনারেটর একটা ফাংশন যেটা একটা iterator অবজেক্ট রিটার্ন করে । যেটাকে পরে আমরা iterate করতে পারি । এবং যেটা কেবল মাত্র একবারই iterate করা যাবে । এখন প্রশ্ন হল এই জেনারেটর কিভাবে বানানো যায় ? জেনারেটর বানানো খুব সহজ । আমরা সাধারণ ফাংশন যেভাবে লিখি ঠিক সেভাবেই আমরা জেনারেটর বানাতে পারি । কিন্তু এখানে return স্টেটমেন্টের পরিবর্তে yield স্টেটমেন্ট থাকবে । যদি কোন একটা ফাংশনে অন্তত একটা yield স্টেটমেন্ট থাকে তবে সেটা কে আমরা জেনারেটর বলতে পারি । তবে একটা জেনারেটরে একাধিক yield স্টেটমেন্ট থাকতে পারে । yield এবং return দুইটাই ফাংশন থেকে কোন ভেলু রিটার্ন করে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হল return স্টেটমেন্ট একটা ফাংশন কে পুরাপুরি terminate করে ফেলে । কিন্তু yield ফাংশন কে terminate না করে ফাংশনকে pauses করে রাখ...