Skip to main content

ওরাকলে একটা ফাংশন থেকে কি ভাবে একটা টেবিল রিটার্ন করা যায় [ Table return in Oracle PL/SQL function]

টেবিল ক্রিয়েট করা জন্য কোড :
create table instructor (
ID varchar(5),
name varchar(20) not null,
dept_name varchar(20),
salary numeric(8,2) check (salary > 29000),
primary key (ID),
foreign key (dept_name) references department
on delete set null
);

মনে করি আমর উপরের মত করে একটা টেবিল তৈরি করেছি । এখন আমরা এমন একটা ফাংশন বানাতে চাচ্ছি যেটা ওই টেবিল থেকে কিছু কলাম বা সবগুলি কলাম নিয়ে নতুন নতুন একটা টেবিল আমাদের কে রিটার্ন করবে কিছু শর্তের উপর নির্ভর করে । এটা করার জন্য প্রথমে ওই টেবিল থেকে আমি যে যে কলাম নিতে চাই তার সবগুই নিয়ে এটা অবজেক্ট টাইপ বানাতা হবে নিচের মত করে । আমি টাইপ টির নাম দিয়েছি obj_type .
-- First we have to create an object same as our table
-- from where we want to return table like ..
create or replace TYPE obj_type AS OBJECT (
id VARCHAR2(5 byte),
name VARCHAR2(20 byte),
dep_name VARCHAR2(20 byte),
salary NUMBER(8, 2)
);

আমরা যে অবজেক্ট টাইপ [ obj_type ] বানালাম সেই টাইপের নতুন একটা [ obj_of_table ] একই ধরনের অবজেক্ট বানাতে হবে নিচের মত করে ।
-- Now create a type 'as table of' the above object
create or replace type obj_of_table
as table of obj_type;

আমাদের নতুন টাইপ এর নাম দিলাম obj_of_table ফাংশনের রিটার্ন টাইপ হিসাবে কিন্তু এটাই ব্যবহার করতে হবে । এখন আমরা টেবিল রিটার্ন করার জন্য ফাংশন বানাতে পারি । এই ফাংশনের রিটার্ন টাইপ হবে obj_of_table এবং টেবিল টি আমরা new_table নামের ভারিয়েবলে জমা করে রাখব এবং সব শেষ আমরা new_table কে রিটার্ন করে দিব ।
create or replace function return_table_func(new_id in int)
return obj_of_table
as new_table obj_of_table; -- সেমিক্লোন না দিলে কিন্তু এরর দিবে ;)
-- new_table = variable name and obj_of_table = variable type [like varchar]
begin
-- put list of column and keep in mind
-- here type is obj_type() not obj_of_table()
-- in select section :)
select obj_type(id, name, dept_name, salary)
bulk collect into new_table -- This will put the value into new_table
from instructor -- take value from instructor
where instructor.id = new_id; -- condition that you want
return (new_table); -- new_table
end;

সব কাজ শেষ :) এখন ফাংশনটি কল করার পালা । মনে করি ফাংশনের প্যারামিটার হিসাবে আমি আইডি 10 পাঠাব এবং যার আইডি এই আইডির সাথে মিলে যাবে সেই অনুসাতে টেবিল রিটার্ন করবে । ফাংশনটি কল করা জন্য নিচের মত করে লিখতে হবে ।
-- Call Function
select * from table (RETURN_TABLE_FUNC(10));

পুরা কোড টা দেখতে এই রকম হবে :
create table instructor (
ID varchar(5),
name varchar(20) not null,
dept_name varchar(20),
salary numeric(8,2) check (salary > 29000),
primary key (ID),
foreign key (dept_name) references department
on delete set null
);
-- First we have to create an object same as our table
-- from where we want to return table like ..
create or replace TYPE obj_type AS OBJECT (
id VARCHAR2(5 byte),
name VARCHAR2(20 byte),
dep_name VARCHAR2(20 byte),
salary NUMBER(8, 2)
);
-- New create a type 'as table of' the above object
create or replace type obj_of_table as table of obj_type;
create or replace function return_table_func(new_id in int)
return obj_of_table
as new_table obj_of_table; -- সেমিক্লোন না দিলে কিন্তু এরর দিবে :)
begin
-- put list of column and keep in mind
-- here type is obj_type() not obj_of_table()
-- in select section :)
select obj_type(id, name, dept_name, salary)
bulk collect into new_table -- This will put the value into new_table
from instructor -- take value from instructor
where instructor.id = new_id; -- condition that you want
return (new_table); -- new_table
end;
-- Call Function
select * from table (RETURN_TABLE_FUNC(10));

সব কিছু ঠিকঠাক ভাবে রান করতে পারলে কোন সমস্যা হওয়ার কথা না । তার পরও ... কিছু হলে কিন্তু আমি কোন ভাবেই দায়ি থাকব না :P এতক্ষণ সময় নষ্ট করে লিখা টি পড়ার জন্য ধন্যবাদ :) সবার পরীক্ষা ভাল হোক । হ্যাপি কোডিং :)

Comments

Popular posts from this blog

উবুন্টুতে রুট পাসওয়ার্ড ভুলে তা রিকভার করার উপায় ।

যদি কেউ রুট পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের কাজ গুলো করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন: প্রথমে পিসি রিস্টার্ট দিন । দিয়ে UP/DOWN করে kernel version সিলেক্ট করে e চাপুন । ব্ল্যাক Screen আসবে এবার একটা Space দিয়ে লিখুন “Single” [ Enter ] এরপর b চাপুন ফলাফল : লিনাক্সের Single user Mood এ চলে আসছেন । এখন লিখুন passwd root [ Enter ] এখন নতুন পাসওয়ার্ড খানা টাইপ করেন [ এন্টার ] আবার টাইপ করেন [ এন্টার ] কাজ শেষ , এবার reboot টাইপ করেন । এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করেন। পুনশ্চ : যদি আপনার উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট করা থাকে তবে এই প্রক্রিয়া কাজ করবে না ।

Fix The BIOS in this system is not fully ACPI compliant in Windows 7

এই সমস্যা সমাধান করার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ধাপ ১ :  আপানর  কম্পিউটার এ উইন্ডোজ এর ডিস্ক থেকে বুট করুন । নীচের মত উইন্ডো আসলে Shift + F10 চাপুন । এর ফলে কমান্ড প্রম্প্ট ওপেন হবে। ধাপ ২ : এখন CMD তে নিচের কমান্ড গুলি ধারবাহিক ভাবে লিখুন C: bootrec /FixMbr bootrec /FixBoot bootrec /RebuildBcd exit  এখানে  C হলো যে ড্রাইভ এ উইন্ডোজ দেয়া আছে।  আপনার যদি অন্য কোনো ড্রাইভ ( D, E, F, ..... ) এ উইন্ডোজ দেয়া থাকে তবে আপনাকে C এর জায়গায় সেই ড্রাইভ এর নাম লিখতে হবে।  উপরের সব কমান্ড যদি সঠিক ভাবে বিল্ড হয় তবে আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।  দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে :D