Skip to main content

Posts

Showing posts from September, 2016

গিটহাব কে ওয়েব সাইট এ কোড এর Syntex Highlighte হিসাবে ব্যবহার করার উপায়

গিটহাব কে আপনার ওয়েব সাইট বা ব্লগের এর Syntex Highlighter হিসাবে ব্যবহার করতে হলে আপনাকে নিচের স্টেপ গুল ফল করতে হবে । স্টেপ ১ :  গিটহাবে লগইন করেন ।  উপরে থাকা gist লিঙ্কে ক্লিক করেন ।  ফাইলের নাম লেখেন এক্সটেনশন সহ । যে এক্সটেনশন দিবেন সেটা অটো নিয়ে নিবে ।  এখন আপনার কোড পেস্ট করতে পারেন । এখন Create Public Gist এ ক্লিক করেন ।  আপনি যদি একাধিক কোড একসাথে আপলোড করতে চান তবে নিচে থাকা Add File এ ক্লিক করতে পারেন   স্টেপ ২ : আপনার gist সঠিক ভাবে তৈরি হলে নতুন একটা পেইজ ওপেন হবে ।  সেখানে উপরে যদি embed লিঙ্ক এ ক্লিক করা না থাকে তবে সেখানে ক্লিক করেন ।  embed এর বক্স এর মধ্যে যে script এর লিঙ্ক থাকবে সেটা কপি করেন ।  এখন ওই লিঙ্ক টি আপনার ওয়েব সাইট এ পেস্ট করে দেন ।  এখন আপনি যদি আপনার পোস্ট টি পাবলিশ করেন তবে আপনার কোড গিটহাব থেকে আপলোড হয়ে আসবে । বুঝতে সমস্যা হলে এইটা দেখতে পারেন       ধন্যবাদ :)