Skip to main content

উইন্ডোজ এর Diskpart এর কিছু কমান্ড নিয়ে কাজ করা

অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ দেয়ার সময় আমরা আমাদের হার্ডডিস্ক কে গুই ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুসারে ভাগ করতে পারি না । সেই ক্ষেত্রে আমারা যদি ডিস্কপার্ট সফটওয়্যার টি ব্যাবহার করি তবে সহজেই সেটা করতে পারব । 

উইন্ডোজ দেয়ার সময় যখন Install Windows অপশন আসে তখন আমারা যদি Shift + F10 চাপি তবে উইন্ডোজ এর কমান্ড লাইন চলে আসবে । সেখানে যদি আমরা diskpart লিখলেই diskpart ওপেন হবে । এখানে আমরা ডিস্কপার্ট এর বিভিন্ন কমান্ড ব্যাবহার করতে পারব ।   

 এখন দেখব ডিস্কপার্ট এর বিভিন্ন কমান্ড কিভাবে ব্যাবহার করা যায় । 

  • আমার কয়টা হার্ড ডিস্ক আছে আছে সেটা দেখার জন্য list disk
  • লিস্ট থেকে কোন একটা হার্ডডিস্ক কে সিলেক্ট করার জন্য  select Disk 0; ডিস্ক ০ কে সিলেক্ট করবে
  • সিলেক্ট করা হার্ড ডিস্ক এর আন্ডারে কয়টা পার্টিশন আছে সেটা দেখার জন্য list partition
  • primary partition ক্রিয়েট করার জন্য কমান্ড  create partition primary size = sss
     
  •  এটার ড্রাইভ লেটার দেয়ার জন্য লিখতে হবে assign letter = 'D'
  • এটা কে ntfs এ ফরমেট করার জন্য লিখতে হবে format quick fs = ntfs
  • extended partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition extended size = sss
  • logical partition ক্রিয়েট করার জন্য কমান্ড create partition logical size = sss
এখানে আপনাকে একটা বিষয় লক্ষ রাখতে হবে যে সাইজ আপনাকে অবশ্যই MB এ দিতে হবে । আপনি ইচ্ছা করলে আপনার পুরা হার্ডডিস্ক কে ফরমেট করতে পারবেন তার জন্য আপনাকে কমান্ড লিখতে হবে clean

এই কমান্ড টি দিলে আপনার সিলেক্ট করা হার্ডডিস্ক পুরা ফরমেট হয়ে যাবে । তাই এই কমান্ড টি চালানর আগে অবশ্যই হার্ড ডিস্ক এর ব্যাকআপ করে রাখবেন :)

পুনশ্চ ১ : আপনি উইন্ডোজ চালু অবস্থাতে এই কমান্ড লাইন সফটওয়্যার টি ব্যাবহার করে আপনর হার্ডডিস্ক এর উপর বিভিন্ন অপারেশন করতে পারেন । তবে দুর্ঘটনা এড়ানোর জন্য হার্ডডিস্ক এর ব্যাকআপ করে রাখা ভাল ।

পুনশ্চ ২ : ভুল কোন কমান্ড দিয়ে হার্ডডিস্ক ফরমেট দিলে আমি কিন্তু দায়ী থাকব না :D

হ্যাপি ডিস্কপার্টইং :) 

Comments

Popular posts from this blog

Operator Overloading Vs priority_queue in C++

priority_queue ডিফল্ট ভাবে বড় ডাটা কে টপে নিয়ে আশে । আমরা যদি < অপারেটর ওভারলোড করি তবে আমাদের মাথায় রাখতে হবে যে STL priority_queue হল ম্যাক্স priority_queue যার অর্থ ম্যাক্স উপদান কে সবার প্রথমে নিয়ে আসবে । এটা কে min priority_queue এ নিয়ে আসতে হলে return a.age < b.age;  এই লাইন কে , return a.age > b.age; এই লাইন দিয়ে পরিবর্তন করতে হবে । কোড : Output : 10 9 8 7 6 5 4 3 2 1 এখন আমরা যদি আউটপুট কে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখাতে চাই তবে ১২ নং লাইন পরিবর্তন করে লিখতে হবে return a.age > b.age; ধন্যবাদ :)
  Good becomes great, bad becomes worse. A strong man who has known power all his life can lose respect for that power, but a weak man knows the value of strength and knows compression

পাইথনে Yield কিভাবে কাজ করে ?

Yield কি সেটা বোঝার জন্য Generator বোঝা লাগবে । আবার Generator কি সেটা বোঝার জন্য Iterables বুঝতে হবে । কি প্রথমেই মাথা ঘুরে গেল ? আচ্ছা মাথা ঘুরলে ঘুরতে দেন :D  আমরা শুরু করে দেই  । Iterables কি ? আমরা যখন কোন লিস্ট ক্রিয়েট করি । আমরা লিস্টের আইটেম গুলি একটা একটা করে রিড করতে পারি । এটাকেই বলা হচ্ছে iteration code: এখানে my_list হল iterable . যখন আমরা list comprehension ব্যবহার করে কোন লিস্ট ক্রিয়েট করি সেটাও একটা iterable । code : Python এ যেসব জিনিস iterable যেমন: টাপল, লিস্ট, ফাইল, স্ট্রিং, .... ইত্যাদি কে আমরা for .... in ...: দিয়ে রিড করতে পারবো । ডাটা খুব সহজেই রিড করার জন্য এইটা খুব কাজে দেয় । কিন্তু এর একটা সমস্যা আছে । সেটা হল । এইটা সব সময় লিস্টের আইটেম গুলিকে মেমরি তে ষ্টোর করে রাখে । এখন আমাদের সবসময় মেমরি তে লিস্ট আইটেম গুলি সেভ করে নাও রাখা লাগতে পারে । তো এইটা আমরা কি ভাবে সমাধান করবো ? Generators কি ? Generators গুলো হল  একধরনের iterators । কিন্তু আমরা কেবল একবারই generator এ iterate করতে পারি । এর কারণ হল generator সব ভেলু কে মেমরি তে ষ্টোর...